Terms & Condition
ইউনিক আইটি কি?
ইউনিক আইটি মূলত একটি ব্লগ সাইট।এখানে টেকনোলজি, ইসলামিক, শিক্ষামূলক, ছোট-গল্প, বড়-গল্প, স্বাস্থ্য ইত্যদি আরো বিভিন্ন ধরণের টিপস এন্ড ট্রিকস পাবলিস বা প্রকাশ করা হবে।ইউনিক আইটির টিম মেম্বাররা বা অ্যাডমিন অনেক সুন্দর সুন্দর এবং নতুন নতুন তথ্য শেয়ার করে যেগুলো তারা আরও অন্যান্য বিভিন্ন সাইট থেকে সংযোজিত করে থাকে। আমরা চাই আপনাদের সাহায্যে আমাদের এই সাইট একদিন প্রতিষ্ঠান হয়ে উঠুক এবং আপনাদের সাহায্যে এই সাইটটি শুধু বাংলাদেশেই নয় বরং পুরা পৃথিবীতে ছড়িয়ে পড়ে।
শর্তাবলি
আমাদের সাইটে এমন কোনোরকম পোস্ট করা যাবে না যার মাধ্যমে মানুষ বিভিন্ন বিপদের মুখে চলে যায়, রাষ্ট্রীয় বিধান ভেঙ্গে যাবে, অনৈতিক কাজের দিকে চলে যাবে, অশ্লীল ছবি-মন্তব্য-ভিডিও-তথ্য-লেখা ইত্যাদি দেখে মানুষ পাপের মুখে চলে যাবে, অন্য ধর্মের মানুষেরা কষ্ট পাবে।
জনসমাজকে রাগিয়ে তুলে এরকম কোনো ধরণের তথ্য, আওয়াজ বা ভিডিও পোস্টে ব্যাবহার করা যাবে না। এই বিষয়টির দিকে লক্ষ করে আমাদের ওয়েবসাইটে কড়াভাবে পাঁহাড়া দেওয়া হবে যেনো কেউ এই সকল কুকর্ম এবং রাষ্ট্রবিরোধীতা কাজ না করতে পারে।
সাধারণ শর্ত
- এই প্রকাশক্রিত কোনো ধরণের বাহিরের সাইটের লিঙ্কের প্রতি আমাদের এই সাইট অর্থাৎ ইউনিক আইটি কোনো ধরণের নিরাপত্তা প্রদান করবে না, নিজ দায়িত্বে বাহিরের সেগুলো লিংকে ক্লিক করুন এবং সেগুলো লিংকে কোনো তথ্য প্রদান করার সময় সতর্কতা অবলম্বন করুন।
- অবৈধ অথবা ভুল নিয়মে যেকোনো তথ্য বা ফরম পূরণ করে পাঠালে তা অসংশোধন যোগ্য।
- কোনো ধরণের তথ্য, পরামর্শ বা অভিযোগ এ সকল বিষয়ের ব্যাপারে আমাদের হেল্পলাইনে যোগাযোগের পরে আপনি তার রিপ্লাই বা সমাধান ২৪-৪৮ ঘন্টার মধ্যে দেওয়া হয়।
- হেল্পলাইনে দেওয়া আপনার কাঙ্খিত তথ্য, পরামর্শ বা অভিযোগ যথাসময়ে না পেলে আমাদেরকে 01791884041 এই নাম্বারে কল করুন বা যোগাযোগ করুন।
ইউনিক আইটি ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। কেননা কমেন্ট চেক করা হয়।
comment url